শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় আলী হোসেন (৩৮) ও ত্রিশালে স্বপন (৩৫) নামে দুই ব্যক্তি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে তারাকান্দায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ও ত্রিশালে ত্রিশাল থানা পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিবির ওসি আশিকুর রহমান ও ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান। ডিবির ওসি আশিকুর রহমান জানান, তারাকান্দা ফুলপুর মহাসড়কের একটি অটো রাইস মিলের বাউন্ডারির পাশে কিছু মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আসামিরা পালিয়ে গেলে আলী হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে ডিবির কনস্টেবল সেলিম এবং তারাকান্দা থানার এসআই খন্দকার মামুন আহত হন। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা, ২টি বড় ছোড়া উদ্ধার করা হয়। নিহত আলী হোসেন ডাকাতি, চুরি, পুলিশের ওপর আক্রমণসহ ২৫টির বেশি মামলার পলাতক আসামি। অন্যদিকে, ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, উপজেলার ভাটিপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ত্রিশাল থানা পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধ শেষে স্বপন নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত স্বপনের বিরুদ্ধে ত্রিশাল থানায় ৮টি মাদক ও একটি হত্যা মামলা রয়েছে।

সর্বশেষ খবর