শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

বাস্তবায়নযোগ্য নয় আয় ব্যয় দুটোই : মির্জ্জা আজিজ

বাস্তবায়নযোগ্য নয় আয় ব্যয় দুটোই : মির্জ্জা আজিজ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ২০১২ সাল থেকে বাজেট বাস্তবায়নের হার কমছে। ওই বছর বাস্তবায়ন হয়েছিল ৯২ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে বাস্তবায়ন হয়েছে ৮৩ শতাংশ। ২০১৭-১৮-তে ৭৭ শতাংশের মতো। চলতি অর্থবছরের বাজেট ৭৫ শতাংশের বেশি বাস্তবায়ন করা সম্ভব হবে না। এর মূল কারণ অর্থ ব্যয় ও আয় দুটিই অবাস্তবায়নযোগ্য।

তারা খরচ করতেও পারে না। করকাঠামো সঠিক নেই, ফলে আদায় করা সম্ভব হয় না। প্রস্তাবিত বাজেট সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মির্জ্জা আজিজ এসব কথা বলেন। তিনি বলেন, অর্থায়নের ৫১ হাজার কোটি টাকা যাবে সুদ পরিশোধে। সঞ্চয়পত্র বিক্রির যে লক্ষ্যমাত্রা তার দ্বিগুণ বিক্রি হবে। ফলে সুদ পরিশোধে আরও টাকা চলে যাবে। কীভাবে বাজেট লক্ষ্যমাত্রা ঠিক রাখবে? তিনি বলেন, প্রতি বছর যে পরিমাণ সুদ পরিশোধে চলে যায় সেই প্রক্রিয়া থেকে বের হওয়ার চেষ্টা করা হয় না। রাজস্ব সংস্কার বা করজাল বিস্তৃত করার কোনো পরিকল্পনা আমরা দেখতে পাই না। এতে ঘাটতি যেমন থাকছে বছর শেষে বাস্তবায়নও হচ্ছে না।

সর্বশেষ খবর