শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে : জায়েদ বখত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে : জায়েদ বখত

অর্থনীতিবিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেন, নির্বাচনী বছর হিসেবে অনুৎপাদনশীল খাতে খরচ বেশি হবে। এটা উন্নয়ন বাজেটে প্রভাব ফেলবে। অনুৎপাদনশীল খাতে টাকা চলে যাওয়ায় মূল্যস্ফীতি বাড়তে পারে। বার্ষিক উন্নয়ন বাজেটে বড় ধরনের ঘাটতি থাকবে। এতে বাস্তবায়ন কঠিন হবে। এখানে সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে অনুৎপাদনশীল খাতে খরচ কতটা কমানো যায়। তিনি বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রা পুরোপুরি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। করহার বাড়ানো হয়নি। ফলে বেশি আদায়ের যে লক্ষ্য তা কীভাবে অর্জন হবে? এটা অর্জন করতে হলে করের আওতায় সবাইকে নিয়ে আসতে হবে। কিন্তু আদায়ের পদ্ধতিতে তা কতটুকু সম্ভব? বাজেট বাস্তবায়নে এটা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বাজেটের ইতিবাচক দিক হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও আওতা বৃদ্ধি করা। এতে সার্বিকভাবে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। প্রবৃদ্ধি বৃদ্ধিতে এ বাজেট সহায়ক হবে বলে আমি মনে করি।

সর্বশেষ খবর