শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
ভোটের পর দুই সিটি

বরিশালে ইসির তিন মামলা

নিজস্ব প্রতিবেদক

সদ্য অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ‘বেআইনি আচরণ’ ও ‘অবৈধ প্রভাব বিস্তারের’ জন্য তিনটি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার সিটির বিমানবন্দর ও কাউনিয়া থানায় মামলা তিনটি করেন সিটি নির্বাচনের রিটানিং অফিসার মুজিবুর রহমান। প্রতিটি মামলায় অজ্ঞাত সংখ্যক আসামি করা হয়েছে। এর আগে এ সিটি নির্বাচনে তিনটি কেন্দ্রে ‘বেআইনি আচরণ’ ও ‘অবৈধ প্রভাব বিস্তারের’ কারণে মামলা করার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। গত ৩০ জুলাই বরিশাল সিটিতে নির্বাচন হয়। ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান মামলার কথা উল্লেখ করে বলেন, গণমাধ্যমে প্রকাশিত ছবির বিবরণী অনুযায়ী তিনটি কেন্দে  অবৈধ প্রভাব বিস্তার ও বেআইনি আচরণ ঘটেছে। এটা নির্বাচনবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচনায় তা অনুসন্ধান করে মামলা করার জন্যে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি  দেওয়া হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর