শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভারতের অভ্যন্তরীণ বিষয় : শ্রীংলা

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের অভ্যন্তরীণ বিষয় : শ্রীংলা

আসামের খসড়া নাগরিক তালিকায় (এনআরসি) স্থান না পাওয়া ৪০ লাখ মানুষ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আসামের নাগরিকত্ব নিবন্ধনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের এসব কথা বলেন। হাইকমিশনার বলেন, আসামের বিষয়টি রাজনৈতিক নয়, এটি সম্পূর্ণভাবে বিচারিক প্রক্রিয়ায় হচ্ছে। তবে পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর ৪০ লাখ, এটি চূড়ান্ত তালিকা নয়। কাজেই এ বিষয়টি নিয়ে ভারতসহ পাশের রাষ্ট্রগুলোর উদ্বেগের কিছু নেই। তিনি বলেন, আসাম ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কেও কোনো প্রভাব পড়বে না।

পরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি হাইকমিশনারের কাছে জানতে চেয়েছি নাগরিকত্বের বিষয়টি নিয়ে আসামে কী হচ্ছে? তিনি আমাকে জানিয়েছেন, আদালতের আদেশে আসাম সরকার এটি করছে। বিষয়টি চূড়ান্ত হয়নি। তারা এ মুহূর্তে কাউকে পুশব্যাকও করছে না। আর যে ৪০ লাখের তালিকা করেছে এটিও চূড়ান্ত নয়। কাজেই বাংলাদেশের এ বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ মন্ত্রী জানান, ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় ময়নামতি থেকে সরাইল, আগরতলা থেকে আখাউড়া সড়ক দুটি ফোর লেনের কাজ ২৯ আগস্ট উদ্বোধন করা হবে।

সর্বশেষ খবর