শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’

প্রতিদিন ডেস্ক

প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার পাশাপাশি মূলধারায় সম্পৃক্ততা বৃদ্ধির সংকল্পে হাজারও প্রবাসীর উচ্ছ্বল উপস্থিতিতে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ মেলা’। খবর : এনআরবি নিউজ’র।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে ‘সেন্ড  ক্যাসল স্টেডিয়াম’-এর সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত ‘বাংলাদেশ মেলা -২০১৮’-তে জড়ো হয়েছিলেন আমেরিকায় জন্মগ্রহণকারী নতুন প্রজন্মের শতশত তরুণ-তরুণীও।  পার্শ্ববর্তী অন্যান্য অঙ্গরাজ্য থেকেও বাংলাদেশিদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলায় হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় পণ্যের বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, কৃতী ছাত্র-ছাত্রী সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায়  প্রধান অতিথি ছিলেন ‘আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন’-এর  চেয়ারম্যান এবং ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র সেক্রেটারি আবদুল কাদের মিয়া।  আমন্ত্রিত অতিথি ছিলেন আটলান্টিক সিটির মেয়র  ফ্রাঙ্ক এম গিলিয়াম, নিউজার্সি  স্টেট  সিনেটর ভ্যান ড্রিউ, স্টেট  সিনেটর ক্রিস ব্রাউন, অ্যাসেম্বলিম্যান জন আরমাটো , আটলান্টিক কাউন্টি শেরিফ এরিক শেফলার, আটলান্টিক কাউন্টির প্রধান নির্বাহী ডেনিস লেভিনসন, কাউন্টির প্রসিকিউটর ডেমন জি টাইনার এবং আটলান্টিক সিটির নির্বাচিত কাউন্সিলররা।

সর্বশেষ খবর