শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
এশিয়া কাপের দল ঘোষণা

সাব্বির বিজয় বাদ নতুন মুখ আরিফুল

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। নতুন মুখ আরিফুল হক। এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ মিথুন। দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও আবু জায়েদ রাহী। জায়গা হয়নি সৌম্য সরকারেরও। সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে, দলে রয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপের আগেই তার হাতে অস্ত্রোপচার করার কথা ছিল। দেশের কথা ভেবে এবং বোর্ড সভাপতির অনুরোধে এশিয়া কাপে খেলার জন্য রাজি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। এই ক্রিকেটারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলার পরও তাকে দলে রেখেছেন নির্বাচকরা। এশিয়া কাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা। তার ডেপুটি হিসেবে থাকছেন সাকিব। বাকি তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ তো রয়েছেনই। পেস বোলিংয়ে ম্যাশ ছাড়াও রয়েছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং আবু হায়দার রনি। স্পিনে সাকিবকে সঙ্গ দিতে রয়েছেন নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ খবর