রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শুভ জন্মাষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক

শুভ জন্মাষ্টমী আজ

আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন এবং উপাসনালয়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে উৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে। আজ সকাল ৮টায় গীতাযজ্ঞ শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলবে। জন্মাষ্টমী উপলক্ষে বিকাল ৩টায় রাজধানীর পলাশী থেকে শুরু হবে শোভাযাত্রা। শোভাযাত্রায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। শোভাযাত্রা পলাশী থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, বঙ্গবাজার, গোলাপশাহ মাজার, ফুলবাড়িয়া, রায়সাহেব বাজার ঘুরে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হবে। রাতে কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী বরদেশ্বরী কালিমাতা মন্দির ও শ্মশান কমিটির পক্ষ থেকে শুভ জন্মাষ্টমী উদযাপনের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোর ৫টায় নগর কীর্তন, সকাল ৮টায় শ্রী কৃষ্ণের বিগ্রহ স্থাপন ও অভিষেক পূজা। এরপর শ্রী মদ্ভগবদ গীতা পাঠ, পদাবলী কীর্তন, কৃষ্ণ পূজা এবং ভক্ত ও দুস্থদের মধ্যে প্রসাদ বিতরণ। এ ছাড়া বিকালে শ্রী কৃষ্ণের লীলা কীর্তন পরিবেশনের আয়োজন করা হয়েছে। মন্দিরের পাশাপাশি বাড়িতেও উপবাস এবং কৃষ্ণ পূজার আয়োজন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর