রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রকাশিত খবরের প্রতিবাদ বিআরটিএর

নিজস্ব প্রতিবেদক

‘দালাল রাজ্য বিআরটিএ’ শিরোনামে গত শুক্রবার বাংলাদেশ প্রতিদিন-এ  প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বিআরটিএ ঢাকা বিভাগ। তাতে তারা দাবি করেছে, প্রকাশিত সংবাদটি তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ নয়। ওই ব্যাখ্যায় বলা হয়, প্রতিবেদনে দালাল ও বহিরাগতদের     সঙ্গে বিআরটিএ কর্মকর্তাদের সম্পর্কের যে কথা উল্লেখ করা হয়েছে তা সত্য নয়। বহিরাগত এবং দালালদের অনুপ্রবেশ ঠেকাতে বিআরটিএ প্রধান ফটকে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো দালাল ও বহিরাগতকে দেখামাত্রই তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া ও জরিমানা করা হয়। বলা হয়, শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ কার্যালয়গুলোতে ব্যাংকের মাধ্যমে কর ও ফি জমা নেওয়া হয়। এখানে বহিরাগতদের অগ্রাধিকারের সুযোগ নেই। এ ছাড়া মাস্টাররোলের অস্থায়ী কর্মীদের সরিয়ে নিয়ে আনাড়ি অদক্ষ কর্মী দ্বারা কার্যক্রম পরিচালনায় এ ক্ষেত্রে নানা জটিলতা ও সময়ক্ষেপণ ঘটছে— এ তথ্য সত্য নয়। কারণ বিআরটিএতে মাস্টাররোলে অস্থায়ী কর্মচারী বলে কিছু নেই।

সর্বশেষ খবর