সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী

শোভাযাত্রা, নগরকীর্তন, কৃষ্ণ পূজা, উপবাসসহ নানা আয়োজনে সারা দেশে জন্মাষ্টমী পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। গতকাল জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পৃথিবীর সব জাতিকুলের মঙ্গল কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী মদ্ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিকাল ৩টায় শুরু হয় জন্মাষ্টমী মিছিল। মিছিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। মিছিলে অতিথি ছিলেন ঢাকা-৭           আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। মিছিলটি রাজধানীর পলাশী থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়। রাতে কৃষ্ণ পূজা শেষে জল পান করেন উপবাসী ভক্তবৃন্দ। শ্রী শ্রী বরদেশ্বরী কালিমাতা মন্দির ও শ্মশান কমিটির পক্ষ থেকে জন্মাষ্টমী উপলক্ষে নগর কীর্তন, শ্রী কৃষ্ণের বিগ্রহ স্থাপন ও অভিষেক পূজা, শ্রী মদ্ভগবদ গীতা পাঠ, কৃষ্ণের একশ আট নাম পাঠ, কৃষ্ণ পূজা এবং ভক্ত ও দুস্থদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন মন্দির এবং আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

সর্বশেষ খবর