সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি প্রতিনিধি

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রের বিরুদ্ধে হরিয়ানার বিজেপি সরকার জমি কেলেঙ্কারির অভিযোগে এফআইআর করেছে। এফআইআর করা হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেসে ভুপিন্দার সিংয়ের বিরুদ্ধেও। অবৈধভাবে জমি কেনার অভিযোগে এই এফআইআর। মানেসারের ডেপুটি কমিশনার পুলিশ রাজেশ কুমার জানিয়েছেন, জনৈক সুরিন্দার সিংয়ের নালিশের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লির নামকরা রিয়েল এস্টেট ডিলার ডিএলএফের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। এফআইআরে বলা হয়, রবার্টের স্কাইলাইট কোম্পানি সেখানে সাড়ে সাত কোটি রুপিতে জমি কিনে পরে জমির চরিত্র বদল করে তা ৫৫ কোটি রুপিতে বিক্রি করেন। রবার্ট অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন বলেন, ‘এখন নির্বাচন আসন্ন। বিজেপি সরকার প্রকৃত ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য এসব অবাস্তব অভিযোগ করছে। তারা জবাব দিতে পারছে না কেন পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। কেন ডলারের বিনিময়ে রুপি ৭০ ছাড়িয়ে গেল?’

হরিয়ানায় কংগ্রেসে সরকার থাকাকালীন এই জমি হাতবদল হয়েছিল। এখন বিজেপি সরকার কংগ্রেসে নেতাদের পরিবারের দুর্নীতিকে হাতিয়ার করে নির্বাচনে প্রচার করতে চাইছে।

সর্বশেষ খবর