মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চালক নিয়োগের ক্ষেত্রে টেস্ট প্রয়োজন

—ইলিয়াস কাঞ্চন

চালক নিয়োগের ক্ষেত্রে টেস্ট প্রয়োজন

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে ২৪ ঘণ্টার যে কোনো সময়ই চালকদের ডোপ টেস্ট করতে পারেন ট্রাফিক সার্জন। তাহলে যে দেশে প্রতিদিন সড়কে হাজারও মানুষ প্রাণ হারায়, মৃত্যুর সঙ্গে লড়ে সেখানে কেন নয়। চালকদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করে নিয়োগপত্র দেওয়া উচিত পরিবহন মালিকদের। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরিবহন শ্রমিক-মালিকদের এগিয়ে আসতে হবে। শুধু সরকারের ওপর দায় চাপালে হবে না। আপনার প্রতিষ্ঠানে আপনার পাশে যারা কাজ করছে তাদের দায়িত্ব কীভাবে এড়িয়ে যাওয়া সম্ভব। পরিবহন সংস্থায় চালক নিয়োগের ক্ষেত্রে মাদকে আসক্ত কি না সেটা যাচাইয়ের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ খবর