বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কলকাতায় ভেঙে পড়ল ফ্লাইওভার, নিহত ১

কলকাতা প্রতিনিধি

কলকাতায় ভেঙে পড়ল ফ্লাইওভার, নিহত ১

কলকাতায় গতকাল ভেঙে পড়েছে ফ্লাইওভার — আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার মাঝেরহাট উড়ালসড়ক ভেঙে কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ১৯। আহতদের কলকাতার কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিকাল সাড়ে ৪টা নাগাদ দক্ষিণ কলকাতার ব্যস্ততম ওই উড়ালসড়কের একাংশ ভেঙে পড়ে। সে সময় ওই উড়ালসড়কের ওপর বেশকিছু গাড়ি চলন্ত অবস্থায় ছিল। দুর্ঘটনার সময় উড়ালসড়কটির ওপর দুটি যাত্রীবাহী বাসও ছিল। উড়ালসড়ক ভেঙে পড়লে সেগুলোও নিচে পড়ে যায়। বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। উড়ালসড়কের ওপরই  নিহতের লাশ ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে আসেন। পরে কলকাতা পুলিশ, ফায়ার সার্ভিস, জাতীয় দুর্যোগ মোকাবিলা দল ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনাস্থলে পৌঁছেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি। এদিকে উড়ালসড়ক দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফর সংক্ষিপ্ত করে কলকাতায় ফিরে আসেন।

সর্বশেষ খবর