বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

আকাশবীণা ডানা মেলবে আজ

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’ আকাশে ডানা মেলবে আজ। সন্ধ্যায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে। এর আগে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ প্রজন্মের এ উড়োজাহাজ ‘আকাশবীণা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদ জানিয়েছেন, বিমানের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রা করবে ড্রিমলাইনার ‘আকাশবীণা’। বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, সব প্রস্তুতি শেষ। এখন আকাশে ওরার অপেক্ষা। ড্রিমলাইনার আকাশবীণা দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ট্যাক্স ও চার্জ বাদে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ইকোনমি ক্লাসের ভাড়া ২০০ মার্কিন ডলার এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ইকোনমি ক্লাসের ভাড়া ২৯০ মার্কিন ডলার। তবে মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের কথা বিবেচনা করে অক্টোবর থেকে দোহা ও কুয়েতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমানসূত্র জানায়, সমুদ্র থেকে ৪৩ হাজার ফুট উঁচু দিয়ে আকাশবীণা যখন উড়ে যাবে, সেখানেও মিলবে ওয়াইফাই। প্রিয়জনের সঙ্গে ফেলে আসা কথাগুলো সেরে ফেলা যাবে ফোনে। থাকবে ক্ল্যাসিক থেকে ব্লকবাস্টার মুভি, বিভিন্ন ঘরানার মিউজিক, ভিডিও গেমস। থাকবে টিভি চ্যানেলের লাইভ স্ট্রিমিং। অনলাইন কেনাকাটার সুবিধা। আকাশপথে এমন স্বপ্ন সার্থক করতে আধুনিক মডেলের নতুন উড়োজাহাজ নিয়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এজন্য বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজকে বেছে নিয়েছে জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থা। ১৯ আগস্ট বিকালে ঢাকায় এসে পৌঁছায় আমেরিকার বোয়িং কোম্পানির তৈরি বিমান ৭৮৭-৮ ড্রিমলাইনার। যুক্তরাষ্ট্রের সিয়াটল পেনফিল্ড থেকে যাত্রাবিরতি ছাড়াই টানা সাড়ে ১৪ ঘণ্টা উড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ আকাশবীণা। ২৯ আগস্ট ড্রিমলাইনারের প্রথম পরীক্ষামূলক (প্রভিং) ফ্লাইট পরিচালনা করা হয়। আকাশবীণা নিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর