মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাফারি পার্কে জন্ম

তিন বাঘ শাবকের শুধুই দৌড়াদৌড়ি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

তিন বাঘ শাবকের শুধুই দৌড়াদৌড়ি

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি মা বাঘিনী তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে রয়েছে একটি সাদা বাঘ। সাফারি পার্কে সাদা বাঘের জন্ম হওয়া এটিই প্রথম। এর আগে ১৯ জুলাই চট্টগ্রামের চিড়িয়াখানায় প্রথমবারের মতো সাদা বাঘের জন্ম হয়েছিল। জানা গেছে, ৮ আগস্ট বাঘিনী শাবক তিনটির জন্ম দেয়। এই মা বাঘিনীটিই ২০১৭ সালে আরও তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সব মিলিয়ে সাফারি পার্কে এখন বাঘের সংখ্যা ১২টি। এর মধ্যে চারটি পুরুষ ও ৮টি স্ত্রী বাঘ। পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, বাঘ শাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এক মাস পর এ ঘটনা প্রকাশ করে। জন্মের পর থেকেই মা ও শাবকরা সুস্থ রয়েছে। তারা নিয়মিত মায়ের দুধ পান করছে। আর শাবকদের দুধ পানের কথা বিবেচনা করে মা বাঘিনীকে অতিরিক্ত খাবার দেওয়া হচ্ছে। তবে সাদা বাঘের জন্ম হওয়া প্রসঙ্গে তিনি জানান, এটি অস্বাভাবিক কিছু নয়, জিনগত কারণে রং সাদা হয়ে থাকে। মা বাঘিনীর কিউরেটর নুরুন্ননবী জানান, মা বাঘিনী অচেনা কাউকেই দেখলেই রেগে যায়। আরও এক বছর লোকচক্ষুর আড়ালেই রাখা হবে শাবকদের। তবে ছয় মাস পর্যন্ত শাবকরা মায়ের দুধ পান করবে, এর পর থেকে তাদের মাংস দেওয়া হবে।

সর্বশেষ খবর