বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
জাতিসংঘের প্রতিবেদন

বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে কমছে বাংলাদেশে

প্রতিদিন ডেস্ক

বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা তিন বছর ধরে বাড়ছে। গতকাল জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল ৮২ কোটি ১০ লাখ, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ। আর ক্ষুধার্ত মানুষ বাড়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলোকে। বিশ্বের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা পরিস্থিতি শীর্ষক এ প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের চারটি সূচক বিবেচনায় নেওয়া হয়। এগুলো হলো অপুষ্টি, চাইল্ড ওয়েস্টিং (উচ্চতার তুলনায় কম ওজনের অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশু), চাইল্ড স্ট্যান্টিং (বয়সের তুলনায় কম উচ্চতার অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশু) ও শিশুমৃত্যুর হার (অনূর্ধ্ব পাঁচ বছর)। এ চারটির মধ্যে অপুষ্টি সূচকে গত নয় বছরে বাংলাদেশের সামান্য অগ্রগতি হয়েছে।

বাংলাদেশে ১৯৯২ সালে অপুষ্টির হার ছিল ৩৬.১ শতাংশ। ২০০০ সালে এসে দাঁড়ায় ২০.৮ শতাংশে। এরপর ২০০৮ সালে আরও খানিকটা কমে পৌঁছে ১৬.৪ শতাংশে। আর এবার (২০১৭) অপুষ্টির হার ১৫.১ শতাংশ।

সর্বশেষ খবর