বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
রূপপুর প্রকল্প

বিদ্যুৎ কেন্দ্র সুরক্ষায় রাশিয়ার সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল এবং সহযোগী স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থার নকশা প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশ প্রকল্পটির নির্মাতা দেশ রাশিয়ার সাহায্য নিতে পারবে। এ লক্ষ্যে  রাশিয়ার বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার সুযোগ পাবে বাংলাদেশ। সম্প্রতি ভিয়েনায় এ সম্পর্কিত একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এ ছাড়া ২০১১ সালে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রকল্প নির্মাণে যে চুক্তি সই হয় তাতেও প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে এ প্রটোকলটির মাধ্যমে। বাংলাদেশ প্রতিদিনকে    রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম) বিষয়টি নিশ্চিত করে। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬২তম সাধারণ সম্মেলন চলাকালীন প্রটোকলটিতে স্বাক্ষর করেন। এ প্রটোকলটিতে আইএইএর চাহিদা ও গাইডলাইন অনুসরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সাইটের প্রয়োজনীয় ফিজিক্যাল সুরক্ষা ব্যবস্থার নকশা প্রণয়ন ও বাস্তবায়নের কথাও উল্লেখ রয়েছে। উল্লেখ্য, আইএইএ এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কঠোর মনিটরিং প্রক্রিয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করছে রসাটমের প্রকৌশল শাখা এটসস্ত্রয় এক্সপোর্ট।

সর্বশেষ খবর