সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যমুনায় নৌকাবাইচ

টাঙ্গাইল প্রতিনিধি

যমুনায় নৌকাবাইচ

রঙ-বেরঙের বাহারি নৌকা, বাদ্যযন্ত্র, নাচ-গান আর মাঝিমাল্লার সুর-চিৎকার মিলিয়ে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ভুঞাপুরের যমুনা নদীতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হয়।

নৌকাবাইচ দেখতে যমুনার পাড়ে বিনোদনপিপাসু হাজারো মানুষের ঢল নামে। এলাকায় বয়ে যায় উৎসবের আমেজ। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রথম দিন শুক্রবার নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বাইচ প্রতিযোগিতায় টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বাইচের ৩০টি নৌকাসহ খেলনা নৌকা, ডিঙ্গি নৌকাসহ শতাধিক নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয় সাগরতরী, দ্বিতীয় হয় মানিক তরী, তৃতীয় হয়েছে একতা মায়ের দোয়া। শনিবার সন্ধ্যায় যমুনা নদী সংলগ্ন কুকাদাইর নামক স্থানে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ ভোলা, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুর ইসলাম দুদু, গাবসারা ইউপি চেয়ারম্যান মনির হোসেন, নিকরাইল ইউপি চেয়ারম্যান আবদুল মতিন সরকার, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর