বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
দুই আওয়ামী লীগ নেতা হত্যা

মোরেলগঞ্জে বিক্ষোভ জানাজায় এমপিকে জুতা নিক্ষেপ

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা হত্যার বিচার দাবিতে গতকাল সেখানে বিক্ষোভ করেছে দলীয় নেতা-কর্মীসহ এলাকাবাসী। খুনের ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত মামলা হয়নি। তবে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ফকিরসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন— আবুয়াল হোসেন ফকির, আবুল শেখ ও জুলহাস ডাকুয়া। তদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনিটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এদিকে গতকাল নিহত আনসার ও শুকুরের নামাজে জানাজায় অংশ নিতে এলে বিক্ষুব্ধ জনতা বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেনের দিকে জুতা নিক্ষেপ করে। পুলিশ সুপার তাকে নিরাপদে সরিয়ে নেন। তুমুল হৈচৈয়ের মধ্যে জানাজা শেষ হয়। দুই নেতা হত্যায় জড়িতদের সবাইকে ধরতে পুলিশ-র‌্যাবের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী ও মোরেলগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য শেখ শুকুর আলীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আহতদের মধ্যে মঞ্জু বেগম ও বাবুল শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসরা। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সমর্থক বলে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার বিকালে দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ফকিরকে হত্যাচেষ্টার গুজব ছড়ানো হয়। এরপর ইউপি চেয়ারম্যান ও তার লোকজন আওয়ামী লীগ নেতা আনছার আলী দিহিদার, যুবলীগ সদস্য শুকুর শেখ ও তাঁতী লীগ নেতা বাবুল শেখসহ কয়েকজনকে ধরে ইউনিয়ন পরিষদে এনে কুপিয়ে-পিটিয়ে ও গুলি করে আহত করে। গুরুতর অবস্থায় আনছার আলীকে খুলনা মেডিকেলে ও শুকুরকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর