শিরোনাম
মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মহাসপ্তমী আজ

নিজস্ব প্রতিবেদক

চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী। আজ বেলা ১১টা ৫৬ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন। ষষ্ঠীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পূজার ধুম। রং-বেরঙের পোশাক পরে বিভিন্ন বয়সীর মানুষ ভিড় জমিয়েছে মণ্ডপগুলোতে। সন্ধ্যায় ঢাকের তালে আরতির জন্যও রয়েছে তাদের আলাদা প্রস্তুতি। গতকাল রাজধানীর গুলশান-বনানীর সার্বজনীন পূজামণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আগমনী গান এবং নাচ পরিবেশন করেন শিল্পীরা। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপ সাজানো হয়েছে বর্ণিল আলোতে। সপ্তমী পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজক কমিটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর