মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুই বাসের সঙ্গে দায়ী হাসপাতালও

রাজীবের মৃত্যুর তদন্ত প্রতিবেদন হাই কোর্টে

নিজস্ব প্রতিবেদক

দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে এক হাত হারিয়ে প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে হার মানা রাজীব হোসেনের মৃত্যুর জন্য শমরিতা হাসপাতালের অবহেলাকে দায়ী করেছে হাই কোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে এই দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বজন পরিবহনের চালককে দায়ী করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে। দুই বাসের রেষারেষিতে রাজীব কীভাবে হাত হারিয়েছেন প্রতিবেদনে তাও তুলে ধরা হয়েছে। তদন্ত কমিটির এই প্রতিবেদন দাখিলের পর এ বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ১৪ নভেম্বর দিন ঠিক করেছে হাই কোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘আগামী ১৪ নভেম্বর থেকে রুলের শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছে আদালত। এ ছাড়া যে প্রতিবেদন কমিটি দাখিল করেছে, সেই প্রতিবেদনে কয়েকটি বিষয় স্পষ্ট হয়েছে। উভয় চালক অর্থাৎ বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের চালকদের সংশ্লিষ্ট লাইসেন্স ছিল না। অর্থাৎ বড় গাড়ি চালানোর যে লাইসেন্স থাকার দরকার, সেটি ছিল না। তাদের হালকা যানবাহন চালনার লাইসেন্স ছিল। কমিটির প্রতিবেদনে আরেকটি বিষয় হচ্ছে, শমরিতা হাসপাতালকেও দায়ী করা হয়েছে। তারা দ্রুত চিকিৎসা শুরু করতে পারেনি। তাদের কিছু অবহেলা রয়েছে। এই কমিটি জরিমানার পাশাপাশি সড়কে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আনার জন্য কিছু সাধারণ পরামর্শ দিয়েছে প্রতিবেদনে। চূড়ান্ত রুল শুনানিতে এসব বিষয় আসবে। এ ছাড়া প্রতিবেদনে চালকদের ট্রিপভিত্তিক গণপরিবহন চালানোর বিষয়টি বাতিলের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে কমিটি ১৮ দফা সুপারিশ দিয়েছে।’ ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের প্রবল চাপে রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শমরিতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজীবকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজীবের মৃত্যু হয়। এ ঘটনায় ৮ মে হাই কোর্ট এক আদেশে রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়। পরে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করে হাই কোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। রাজীব হাসানের দুর্ঘটনায় দুই বাস কর্তৃপক্ষের দায় নির্ধারণ ও দায়ীদের ক্ষতিপূরণ নিরূপণ করতে ৩০ মে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে হাই কোর্ট।

সর্বশেষ খবর