মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

টাঙ্গাইল ও ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ২

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইল ও ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে এক চরমপন্থি নেতাসহ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

টাঙ্গাইল : টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামে চরমপন্থি দলের এক নেতা নিহত হয়েছেন। গতকাল রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ পূর্ববাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি ছিলেন। এ ব্যাপারে র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্যপাড়া এলাকায় র‌্যাবের একটি টিম পৌঁছলে চরমপন্থিরা গুলি চালায়। পরে র‌্যাবও গুলি ছোড়ে। বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়। এক পর্যায়ে ফরহাদ গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে আহত চরমপন্থি নেতাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পায়েল (২৯) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রাত ১টার দিকে শহরতলির আকুয়া দরগাপাড়া খালপাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ডিবির ওসি শাহ কামাল আকন্দ দাবি করেন। নিহত পায়েল ১১টি মামলার আসামি উল্লেখ করে তিনি বলেন, রাত ১টার দিকে সদর উপজেলার আকুয়া দরগাপাড়া খালপাড় সংলগ্ন একটি ইটভাটার সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয় থেকে সাতজন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় এবং পায়েলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন জাকির হোসেন নামে এক কনস্টেবল। পুলিশ ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। নিহত পায়েল ৮টি মাদক, চাঁদাবাজিসহ মোট ১১টি মামলার আসামি ছিলেন।

সর্বশেষ খবর