মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় হাসপাতালে মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে যান সরকার গঠিত মেডিকেল বোর্ড। গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের শারীরিক খোঁজখবর নেন। এ সময় তারা বেগম জিয়ার আরও একটি ব্লাড টেস্ট করান। কয়েকটি টেস্টের ফলাফল নিয়েও আলোচনা করেন। আরও দু-একটি টেস্টের ফলাফল জানা যায়নি। এগুলো পরীক্ষার জন্য আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।

রাতে অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আমরা নিয়মিতই বেগম খালেদা জিয়াকে দেখে আসছি। একজন রোগী হিসেবে তার জন্য যা যা করণীয় তাই করছি। আজও ব্লাড টেস্ট করানো হয়েছে। এটা আমাদের রুটিন ওয়ার্ক।’

তবে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। তার চিকিৎসার কোনো অগ্রগতি আমরা জানতে পারছি না। তাছাড়া সরকার গঠিত মেডিকেল বোর্ড ছাড়া কাউকেই এখনো সেখানে যেতে দেওয়া হচ্ছে না।’

 

সর্বশেষ খবর