মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
কৃষি

বাণিজ্যিকভাবে পানিফল চাষ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

বাণিজ্যিকভাবে পানিফল চাষ

সাতক্ষীরার কলারোয়ায় জলাবদ্ধ পতিত জমিতে বাণিজ্যিকভাবে পানিফলের (স্থানীয় ভাষায় পানি সিংড়া) চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ ছাড়া কম খরচে বেশি লাভবান হওয়ায় উপজেলার কৃষকরা পুষ্টিকর ও সুস্বাদু এই মৌসুমি পানিফল চাষে ক্রমেই ঝুঁকে পড়ছেন। তবে চাষিদের দাবি, চার বছর আগে উপজেলায় পরিচিতি পাওয়া পানিফল গত বছরের মতো চলতি বছরও জেলার গণ্ডি পেরিয়ে ঢাকা, যশোর, মাগুরা, বরিশাল, ঝিনাইদহ, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে বিক্রি হবে। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ী যোগাযোগ শুরু করেছেন বলে এসব কৃষক জানান। কলারোয়া পৌর সদরের গোপীনাথপুর গ্রামের আবদুল আজিজ গাজী, ঝিকরা গ্রামের গোলাম মোস্তফাসহ কয়েকজন পানিফল চাষি জানান, এলাকায় জলাবদ্ধ জমি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিকল্প হিসেবে তারা পানিফল চাষ করছেন। গোপীনাথপুর, তেলকাড়া, গোয়ালচাতর, কুশোডাঙ্গা, মুরারিকাঠি, লোহাকুড়া গ্রামসহ কয়েকটি এলাকার জলাবদ্ধ জমিতে পানিফলের চাষ করা হয়েছে। মুরারিকাঠি এলাকার কৃষক রেজাউল, লাভলু, রোহাকুড়া গ্রামের তোহিদুর রহমান, ওসমান গণিসহ পানিফল চাষিরা বলেন, এখন পরিচর্যার কাজ চলছে, আর কয়েক দিনের মধ্যে ফল আসতে শুরু করবে। কার্তিক মাসের শেষে এই ফল বিক্রি শুরু হবে। দুই পাশে শিং আকারে থাকায় স্থানীয়ভাবে পানি সিংড়া ফল নামে পরিচিত। প্রতি বিঘা জমিতে ১৩-১৫ হাজার টাকা খরচ করে ৫০-৬০ হাজার টাকার পানিফল বিক্রি হয়। ২০-২৫ টাকা কেজি পাইকারি বিক্রি করা হলেও খুচরা প্রতি কেজি ৩০-৩৫ টাকা দরে বিক্রি করা হয়। কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহসীন আলী জানান, উপজেলায় মৌসুমি পানিফল চাষে স্থানীয় কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলে একদিকে জলাবদ্ধ পতিত জমির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে কৃষকরা কিছুটা হলেও লাভবান হচ্ছে। চলতি বছর উপজেলায় প্রায় ১০০ বিঘার কিছু বেশি জমিতে পানিফলের চাষ করা হয়েছে।

সর্বশেষ খবর