মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জাফরুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সাধারণ ডায়েরিটি (জিডি) ঢাকা ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এই মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। গত মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার সেনা সদরের পক্ষ থেকে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করা হয়। জিডিটি গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে এটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান। আবদুল বাতেন বলেন, গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে এই মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। এদিকে জিডির বিষয়ে জানতে চাইলে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার জানান, সেনা সদর দফতরের আইন বিষয়ক উইংয়ের মেজর এম রকিবুল আলম ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করেন। টকশো অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্যকে ‘অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রদ্রোহের শামিল’ আখ্যায়িত করে ক্যান্টনমেন্ট থানায় লিপিবদ্ধ করা জিডির নম্বর ৪৯৮। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে জিডি হয়েছে। আদালত ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (দক্ষিণ) বিষয়টি তদন্ত করছে। এদিকে  ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় জমি দখল, ভাঙচুর ও এক কোটি টাকা চাঁদাবাজির মামলা হয়েছে। ঢাকার আশুলিয়া থানায় গতকাল মামলাটি দায়ের করেছেন মানিকগঞ্জের মোহাম্মদ আলী। মামলা নং ৪১। একই মামলায় আরও আসামি করা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা দেলোয়ার হোসেন ও আওলাদ হোসেন।

 মোহাম্মদ আলী তার মামলায় অভিযোগ করে বলেছেন, আশুলিয়া থানা এলাকার চার দশমিক ২৪ একর জমি ক্রয় সূত্রে তারা মালিক। গত ১৪ অক্টোবর তারা নিজ জমিতে গেলে অভিযুক্তদের মধ্যে শেষের তিনজন আরও কয়েকজনকে নিয়ে তাদের জমিতে প্রবেশ করে। তারা ডা. জাফরুল্লাহর নির্দেশে তাদের হুমকি দিয়ে বলে, গণস্বাস্থ্যের কাছে সেই জমি হস্তান্তর করতে হবে। অন্যথায় তাদের যে ক্ষতি হয়েছে সে জন্য এক কোটি টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে তারা অস্বীকার করলে গেট খুলে নিয়ে যায়। কাঁটা তারের বেষ্টনী ভেঙে ফেলে। ইতিপূর্বে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি জিডিও করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর