বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
ধারাবাহিকতা দেখতে চান ব্যবসায়ীরা

উন্নত দেশ গড়তে ধারাবাহিকতা চাই

—কাজী আকরাম উদ্দিন আহমদ

রুহুল আমিন রাসেল

উন্নত দেশ গড়তে ধারাবাহিকতা চাই

উন্নত দেশ ও মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ধারাবাহিকতা দেখতে চান ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তার মতে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য এই সরকারের ধারাবাহিকতা দরকার। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এই সরকারের ধারাবাকিতার কোনো বিকল্প নেই। কারণ সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় না। ক্ষমতার পালাবদলে তৈরি হয় রাজনৈতিক প্রতিহিংসা। সেই প্রতিহিংসার কারণে হাজার হাজার উন্নয়ন প্রকল্প বাতিল হয়। মানুষ হয়ে পড়ে উন্নয়নবঞ্চিত। বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এই চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বের বুকে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে লাল-সবুজের বাংলাদেশ। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এ সরকারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রতিহিংসায় অতীতে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। ভবিষ্যতে ব্যবসায়ী সমাজ আর ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না। ব্যবসায়ীরা ব্যবসা করতে চান ধারাবাহিকভাবে। আর রাজনীতিবিদরা উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এগিয়ে নেবেন এটাই ব্যবসায়ী সমাজের প্রত্যাশা।’ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো বাংলাদেশে বর্তমান সরকারেরও ধারাবাহিকতা প্রয়োজন বলে মত দেন এফবিসিসিআইর সাবেক এই সভাপতি। এই ব্যবসায়ী নেতা মনে করেন, আপামর জনসাধারণ দেশের উন্নতি চায়। মানুষও দেখতে পেয়েছে, স্থিতিশীল সরকার ও পরিবেশ দেশকে উন্নতির দিকে এগিয়ে নেয়।

 সে জন্য সাধারণ মানুষ মনে করে, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই সাধারণ মানুষ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। তিনি বলেন, ‘বিগত সময়ে কয়েকটি অস্থিতিশীল পরিবেশ সাধারণ মানুষ দেখেছে। এমন পরিস্থিতিতে দেশকে অশান্ত করার চেষ্টা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব সুন্দরভাবে শক্ত হাতে পুরো পরিস্থিতি শান্ত করেছেন। দেশকে অগ্রগতির পথে রাখতে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে।’ তার মতে, ‘এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারাও দেখতে পাচ্ছেন দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। পুরো দুনিয়া এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের প্রবৃদ্ধি দিন দিন বাড়ছে। তাই ভবিষ্যতেও দেশে শান্তি বজায় থাকবে বলে আমার মনে হয়।’

সর্বশেষ খবর