বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
ধারাবাহিকতা দেখতে চান ব্যবসায়ীরা

অচিরেই মানুষ সোনার বাংলা হাতে পাবে

—আবদুল মাতলুব আহমাদ

নিজস্ব প্রতিবেদক

অচিরেই মানুষ সোনার বাংলা হাতে পাবে

সরকারের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকলে অচিরেই এ দেশের মানুষ সোনার বাংলা হাতে পাবে বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। দেশের এই শীর্ষ ব্যবসায়ী নেতা বলেন, বর্তমান সরকারের ধারাবাহিকতা থাকলে ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন বাড়বে। কর্মসংস্থান বাড়বে। সব মানুষের হাতে কাজ থাকবে। অর্থনৈতিক কর্মচাঞ্চল্য আরও বাড়বে। দেশের অন্যতম ব্যবসাপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখতে পাব, যেসব দেশ ব্যাপকভাবে উন্নতি করেছে, সেখানে সরকারের ধারাবাহিকতার উপস্থিতি ছিল। যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন। বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যাবে, বিগত ১০ বছরে এই সরকারের আমলেই মেগা প্রকল্প শুরু হয়েছে। পদ্মা সেতু, উড়ালসড়ক, রেল, পাতাল রেল, কর্ণফুলী নদীর টানেল, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ও ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ সরকারের বড় অবদান। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘আমরা নিশ্চিত, এ সরকারের ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে আরও নতুন নতুন মেগা প্রকল্প আমরা দেখতে পাব। মেগা প্রকল্প হলে দেশের কী হয়? মেগা প্রকল্প হলে আমরা দেখছি কর্মসংস্থান বাড়ে। সব মানুষের হাতে কাজ থাকে। ব্যবসা-বাণিজ্য, শিল্প খাত ও অর্থনীতি ঊর্ধ্বগতিতে এগিয়ে চলেছে। উড়োজাহাজ, রেল, শিপিং, সড়কপথে উন্নত মানের যানবাহন বাড়ছে। বিশেষ করে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) ৭ শতাংশ পেরিয়ে ৮ শতাংশে ছুটছে। এভাবে বাংলাদেশ উন্নয়ন করতে থাকলে অচিরেই মানুষ সোনার বাংলা হাতে পাবে।’ তার মতে, জনসাধারণের মতো সচেতন ব্যবসায়ী সমাজও জ্বালাও-পোড়াও, সহিংস হরতালের মতো কর্মসূচি আর দেখতে চায় না। মানুষ এখন আর অস্থিতিশীলতা পছন্দ করে না। কারণ দেশকে অগ্রগতির পথে রাখতে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ব্যবসায়ী সমাজকে মুগ্ধ করেছে।

তাই দেশে অভূতপূর্ব যে উন্নয়ন হচ্ছে, তা অব্যাহত রাখতে আবারও সরকারের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা প্রয়োজন। আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘দেশবাসী এখন দেখতে পেয়েছেন যে, সরকারের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকলে দেশের বড় বড় প্রকল্প অনেকাংশে দ্রুত বাস্তবায়িত হয়। এটা মানুষের মনে একটা খুশি বয়ে আনে। নির্বাচন ঘিরে অনেকে হয়তো মনে করেন দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে। কিন্তু আসন্ন সংসদ নির্বাচন ঘিরে আমি এটা মনে করি না। আমার চিন্তাধারায় নির্বাচন ঘিরে দেশ অস্থিতিশীল হওয়ার কথা নয়। কারণ মানুষ এখন আর আগের মতো জ্বালাও-পোড়াও, হরতাল পছন্দ করে না। কেউ হরতাল ডাকলেও মানুষ রাজপথে নেমে যায় না, তা কেউ মানতে চায় না।

সর্বশেষ খবর