মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শ্রমিক মারধরের প্রতিবাদে বিক্ষোভ, তিন দিনের ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষ থামাতে উৎপাদন কর্মকর্তাকে বরখাস্ত এবং তিন দিনের ছুটি ঘোষণা করেছে এ এম সি নিট কম্পোজিট নামের একটি গার্মেন্ট কারখানা। তিন শ্রমিককে বেদম মারধরের প্রতিবাদে গতকাল সকাল থেকে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালার ওই কারখানার কয়েক হাজার শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিল।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. হাবিব ইস্কান্দার জানান, রবিবার কাজ করার সময় কয়েক শ্রমিক ঝুটের সঙ্গে কিছু ভালো ফেব্রিক্সও নিয়ে যায়। দেখতে পেয়ে কারখানার উৎপাদন কর্মকর্তা (পিএম) শুভ, ব্যবস্থাপক এনামুল হক, সহকারী ম্যানেজার আরাফাত হোসেন ও সহকারী ম্যানেজার আকাশ মিলে তিন শ্রমিককে বেদম মারধর করে। এমনকি মারধরের ঘটনা প্রকাশ না করার জন্য হত্যার হুমকিও দেয়। গতকাল সকালে ঘটনা জানাজানি হলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা শ্রমিক নির্যাতনের প্রতিবাদে এবং পিএমের বরখাস্তের দাবিতে কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করে। দুপুরে শ্রমিক বিক্ষোভ উত্তাল হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিএম শুভকে বরখাস্ত এবং কারখানা তিন দিনের জন্য ছুটি ঘোষণা করে। কারখানার একাধিক শ্রমিক জানায়, রবিবার ঝুট নামানোর সময় ভুলে কিছু ভালো কাপড়ও চলে যায়। এ নিয়ে কারখানার পিএম শুভ শ্রমিক বাবুল হোসেন, জব্বার মিয়া ও হামিদুল ইসলামকে বেদম মারধর করে। তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ ঘটনার প্রতিবাদে এবং ওই কর্মকর্তার বরখাস্তের দাবিতে সকাল থেকে তারা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।

সর্বশেষ খবর