Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১২ নভেম্বর, ২০১৮ ২৩:৩৭

ভোটের টুকিটাকি

ভোটের টুকিটাকি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান ও চিত্রনায়ক হেলাল খান। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। কনকচাঁপা সিরাজগঞ্জ-১, বেবী নাজনীন নীলফামারী-৪, মনির খান ঝিনাইদহ-২ এবং    হেলাল  খান সিলেট-৬ আসন থেকে নির্বাচন করতে চান। আওয়ামী লীগের ‘সর্বকনিষ্ঠ’ মনোনয়নপ্রত্যাশী জেমস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে নির্বাচন করতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মাহমুদুল হক জেমস। গতকাল ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি। জেমসের বর্তমান বয়স ২৭। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে নিজেকে সর্বকনিষ্ঠ বলে দাবি করেছেন তিনি। মা লাঙ্গলে ছেলে নৌকায় : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে গতকাল জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি দলের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। এদিকে ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ছেলে শামীম ইসলাম। তিনি গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন হাফেজ মওলানা জিয়াউল হাসান : সম্মিলিত জাতীয় জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান গতকাল সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেন এবং জমা দেন। জিয়াউল হাসান বলেন, নির্বাচিত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন-আদর্শ বাস্তবায়ন করার জন্য অত্র এলাকাকে গড়ে তুলতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।


আপনার মন্তব্য