শিরোনাম
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মানিকগঞ্জে একটা কপিও ফেরত দিতে হয় না

মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

মানিকগঞ্জে একটা কপিও ফেরত দিতে হয় না

মানিকগঞ্জে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পাঠকপ্রিয়তা ও প্রচারসংখ্যায় শীর্ষে অবস্থান করছে। পত্রিকা ব্যবসায়ী ও হকাররা জানান, মানিকগঞ্জের সর্বত্রই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাহিদা বেশি। একটা কপিও উদ্বৃত্ত থাকে না, ফেরত দিতে হয় না।

বিশিষ্ট পত্রিকা ব্যবসায়ী বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ডিলার মো. আফজাল হোসেন (৪০) বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে পত্রিকার এমন চাহিদা আমি কখনো দেখিনি। আমি ২০ বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। এ অঞ্চলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সবচেয়ে বেশি চলে। আমি পাইকারি ও খুচরা বিক্রি করি। বেলা ১ টার মধ্যে আমার ১ হাজার ২০০ কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয়ে যায়। সব বিষয়ে সঠিক খবর, দাম কম এবং ভালোমানের কাগজের জন্য এ পত্রিকা বেশি বিক্রি হয়। একমাত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, যা উদ্বৃত্ত থাকে না,  ফেরত দিতে হয় না। সব কপি বিক্রি হয়ে যায়।’ পত্রিকা ব্যবসায়ী নগেন বলেন, তিনি রোজ ৬০০ কপি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বিক্রি করে থাকেন। তিনি বলেন, এ অঞ্চলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মতো অন্য কোনো পত্রিকার এত চাহিদা নেই। এ ছাড়া অন্য পত্রিকা ব্যবসায়ীরা জানান, মানিকগঞ্জ জেলাব্যাপী বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাহিদা ও বিক্রি সব পত্রিকার চেয়ে বেশি।

সর্বশেষ খবর