বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। গতকাল সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। আদিতমারী থানার  ওসি মাসুদ রানা ৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, হামলায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। নিহতরা হলেন-ওই গ্রামের জালাল মিয়ার পুত্র আবদুল  জলিল মিয়া (৫০), আবদুর গফুরের পুত্র গোলাম রব্বানি (৪৫) ও অছির উদ্দিনের পুত্র সহিদার রহমান (৪৩)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল জলিলের সঙ্গে একই গ্রামের আবদুল খালেকের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিবদমান জমিতে সোমবার একটি টিনের ঘর তোলেন জলিল। গতকাল সকালে ওই জমিতে গেলে আবদুল খালেকের লোকজন তার ওপর হামলা চালায়। স্থানীয় মুন্সিপাড়া বাইতুল মামুর মসজিদের ইমাম রমজান আলী বলেন, গোলাম রব্বানী, জলিল, শহীদার ও জাহিদুল সকালে ওই জমিতে যান। জমি নিয়ে বিরোধের মীমাংসার কথা বলা হলেও খালেকের লোকজন তাদের ওপর হামলা চালান। প্রথমেই জলিলকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা। পরে খালেকের সশস  বাহিনী জলিলের অন্য লোকদের ওপরও হামলা চালান। এতে সংঘর্ষে ৭ জন আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রব্বানী ও সহিদার মারা যান। ওসি মাসুদ রানা বলেন, সুরতহাল শেষে লাশ ৩টি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জলিলের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে হত্যা মামলা করেছে।

সর্বশেষ খবর