শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন ও রোহিঙ্গা নিয়ে কূটনীতিকদের নানা জিজ্ঞাসা

কূটনৈতিক প্রতিবেদক

নির্বাচন ও রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের অবস্থান ও উদ্যোগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এতে কূটনীতিক ও বিদেশি উন্নয়ন সহযোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। অবশ্য ব্রিফিংয়ে নানান বিষয়ে জানতে চেয়েছেন কূটনীতিকরা। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে এ ব্রিফিং হয়। ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, কূটনীতিকদের রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরা হয়েছে। বিদেশি কূটনীতিকরা রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে রাজনৈতিক ও মানবিক সহায়তাসহ বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের জানানো হয়েছে, বাংলাদেশ জোর করে কাউকে ফেরত পাঠাবে না বলেই প্রত্যাবাসন শুরু হয়নি। পরবর্তীতে রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে চাইলেই কেবল তাদের পাঠানো হবে। নির্বাচন কমিশনের নানান প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের পর সবার অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় কূটনীতিকরা নিজেদের সন্তুষ্টির কথা বলেছেন।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, তুরস্ক, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মান, ইতালি, তুরস্ক, রাশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, নরওয়ে, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ঢাকার জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার ঢাকার প্রতিনিধি, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি, ইউনিসেফ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও রেড ক্রসের প্রতিনিধিরা ও ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে মিসর, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর