শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

ছুটির দিনে জনসমুদ্র আর্মি স্টেডিয়াম

মোস্তফা মতিহার

ছুটির দিনে জনসমুদ্র আর্মি স্টেডিয়াম

ছুটির দিন ছিল গতকাল। যানজটের রাজধানীর রাজপথগুলোও ছিল অনেকটা ফাঁকা। কিন্তু আর্মি স্টেডিয়ামের বাইরে প্রবেশ পথে ছিল বিশাল জনজট। স্টেডিয়ামের ভিতরটা ছিল জনসমুদ্রে পরিপূর্ণ। তিন রাতের ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮ এর দ্বিতীয় রাতের চিত্র ছিল এটি। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর স্বরব্যাঞ্জো ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে আসরের সূচনা ঘটে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত ফোক-ফিউসন ঘরানার এই ব্যান্ডটি গানের মাধ্যমে মানুষের প্রতিবাদ তুলে ধরে। ‘জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি’ ‘দেখ ভালো জনে রইলো ভাঙা ঘরে মন্দ  লোকে সিংহাসনে চড়ে’ ‘শাল বৃক্ষের মতন সিনা টান মেরেছে’ ‘কাইন্দোনা কাইন্দোনা কন্যা’ ‘ইন্দুবালা গো’ ‘নিশিতে যাইও ফুল বনে’ ইত্যাদি গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন ফোকফেস্টে প্রথমবারের মতো গান করতে আসা রাজশাহীর এই ব্যান্ড দলটি। এরপর অ্যারাবিয়ান বসন্তের সুর ঢাকার শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে মঞ্চে আসেন বাহরাইনের প্রগ্রেসিভ ফিউশন ব্যান্ড ‘মাজায’। ২০১৩ সালে গঠিত এই ব্যান্ডটি ইন্সট্রুমেন্টাল দিয়ে সংগীতের প্রতি শ্রোতাদের মনোযোগ সৃষ্টি করে গানে গানে ঝড় তোলে। এ সময় তারা ২০১৭ সালে বিশ্বব্যাপী প্রশংসিত তাদের স্টুডিও রেকর্ড ‘রিহালা’ থেকে পরিবেশন করে। বাহরাইনের সবচেয়ে বড় মিউজিক ফেস্টিভ্যাল ‘স্প্রিং অফ কালচারে’ অংশগ্রহণ করে এরই মধ্যে সংগীতাঙ্গনে নিজেদের সাফল্যের শিখরে তুলে ধরা এই ব্যান্ডটি ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে আরবের বসন্তের হাওয়া ছড়িয়ে দেয়। ইন্সট্রুমেন্টের সঙ্গে অসাধারণ ফোক প্রগ্রেসিভ মিউজিকের মিশেলে ঢাকার মাঠে অনন্য নজির স্থাপন করে আরবের ছোট্ট উপদ্বীপের রাষ্ট্র বাহরাইনের ব্যান্ড মাজায। এই সুরের রেশ কাটতে না কাটতেই মঞ্চে আসে ভারতের জনপ্রিয় ফোক সুপারস্টার রাঘু দীক্ষিত ও তার দল। মডার্ন এবং আন্তর্জাতিক সুরকে সঙ্গী করে ৪৪ বছর বয়সী রাঘু দীক্ষিত ভারতের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত পরিবেশন করেন। গানে গানে ভারতের শেকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এই দলটি। বিবিসির ‘লেটার উইথ জুলস হল্যান্ড’ ‘গ্লাসটনবেরি’ ফেস্টিভালের মতো বিশ্বের বিভিন্ন বড় বড় মিউজিক ফেস্টিভাল মাতিয়ে এবার এই প্রথম বাংলাদেশ মাতান ভারতের এই শিল্পী। সাম্প্রতিককালে ব্যান্ডটি সিডনি অপেরা হাউসেও তাদের শেকড় সন্ধানী গান পরিবেশন করে। এই ব্যান্ডটির সদস্যরা হলেন রাঘুপতি দ্বারকানাথ দীক্ষিত, নেরেশ নাথান, জো জ্যাকব, নাভিন থমাস। এরপর মঞ্চ থেকে মাঠভর্তি শ্রেতাদের মাঝে সুরের ঝরনাধারা বইয়ে দেয় টেক্সাসের ব্যান্ড লস টেক্সমেনিয়াক্স। ব্লুস, ফোক, কান্ট্রি, জ্যাজ এবং রক মিউজিকের সুরে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই দলটি মেক্সিকান-চিকানো আমেরিকান ঘরানার গানগুলো পরিবেশন করে সুরের আসরে ঢেউ তোলে। দ্বিতীয় রাতের সর্বশেষ পরিবেশনায় ঢাকার শ্রোতাদের মুগ্ধ করেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ। ৭০০টিরও বেশি একক অ্যালবামের এই শিল্পী গানে গানে এ দেশের মাটি, মানুষ ও সংস্কৃতিকে তুলে ধরেন। মেরিল নিবেদিত ও সান ফাউন্ডেশনের আয়োজনে এবারের উৎসবটি সরাসারি সম্প্রচার করছে মাছরাঙা টেলিভিশন। আজ শনিবার শেষ হবে তিন রাতের এই লোকসংগীত উৎসব। 

সর্বশেষ খবর