শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেলা ১১টার মধ্যে সব কপি শেষ সুনামগঞ্জে

সুনামগঞ্জ প্রতিনিধি

বেলা ১১টার মধ্যে সব কপি শেষ সুনামগঞ্জে

সুনামগঞ্জ জেলা সদরের প্রধান সংবাদপত্র এজেন্ট নূরুদ্দোজা আহমদ তানিন জানান, পাঠক চাহিদার কারণে বেলা ১১টার মধ্যে বাংলাদেশ প্রতিদিন শেষ হয়ে যায়।

জাতীয় সংসদে টানা ছয়বার বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকার মর্যাদা পায়। এর পরিপ্রেক্ষিতে দোজা অ্যান্ড কোম্পানির মালিক ও সংবাদপত্র এজেন্ট নূরুদ্দোজা আহমদ তানিন আরও জানান, সুনামগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের পাঠক সংখ্যা সবচেয়ে বেশি। প্রধান সংবাদপত্র এজেন্ট হিসেবে তার মাধ্যমে পত্রিকাটি সবচেয়ে বেশি বিক্রি হয়। এর কারণ সম্পর্কে তিনি বলেন, পত্রিকাটির গুণগত মান ভালো। পাঠকরা সংক্ষেপে সব খবর পড়তে পারেন। সব পাঠকের চাহিদা মাফিক সব বিভাগও এতে রয়েছে। সেই সঙ্গে দাম কম। এসব কারণে পত্রিকাটি বেশি বিক্রি হয়। তিনি আরও জানান, একমাত্র বাংলাদেশ প্রতিদিনের ক্ষেত্রেই অবিক্রীত সংখ্যা ফেরত নেওয়া হয় না। বাকি সব পত্রিকা কর্তৃপক্ষই অবিক্রীত সংখ্যা ফেরত নেয়। তবে বাংলাদেশ প্রতিদিন অবিক্রীত থাকে না।

সর্বশেষ খবর