শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চতুর্থ দিনে আয়কর মেলা জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক

ছুটির দিনে গতকাল করদাতা ও সেবাগ্রহীতার ঢলে আয়কর মেলা পরিণত হয় জনসমুদ্রে। সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিন সর্বোচ্চ ব্যবহার করেছেন করদাতা ও সেবাগ্রহীতারা। গতকাল সকাল থেকেই সারা দেশের করদাতার মিলনমেলা দেখা যায়। করদাতার ব্যাপক সমাগমে তিল ধারণের ঠাঁই ছিল না রাজধানীর অফিসার্স ক্লাবের মেলাপ্রাঙ্গণেও। দিন শেষে এনবিআর জানিয়েছে, সারা দেশের আয়কর মেলাগুলোয় গতকাল আসেন ২ লাখ ৮৮ হাজার ৪৬ জন। তার মধ্যে ৭৫ হাজার ৭৩৬ জন করদাতা রিটার্ন দাখিল করে মেলার চতুর্থ দিনে আয়কর জমা  দিয়েছেন ২৫৩ কোটি ১৫ লাখ ৮১ হাজার ৫৪০ টাকা। আর ৩ হাজার ৬৫১ জন করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়ে নতুন করদাতা হয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে ১৩ নভেম্বর দেশজুড়ে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এর ধারাবাহিকতায় করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়ার মধ্য দিয়ে গতকাল দেশের আট বিভাগীয় শহর, ৫৬ জেলা, ৩ উপজেলাসহ মোট ৬৭ স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এনবিআর জানিয়েছে, রাজধানী ঢাকার মতোই সারা দেশের আয়কর মেলায় গতকাল চতুর্থ দিনও করদাতারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে পেশাজীবী, চাকরিজীবী, তরুণ করদাতা, নারী করদাতার উপস্থিতি ও অনলাইন রিটার্ন দাখিল বুথে তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এনবিআরের তথ্যমতে, গত চার দিনে সারা দেশের আয়কর মেলাগুলোয় সর্বমোট ৮ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন সেবা গ্রহণ করেছেন। তার মধ্যে ৬ লাখ ৬১ হাজার ২৩৪ জন করদাতা রিটার্ন দাখিল করে সরকারি কোষাগারে আয়কর জমা দিয়েছেন ১ হাজার ২৬৭ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার ৮১৯ টাকা। আর চার দিনে টিআইএন নিয়ে নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১৯ হাজার ৪১৫ জন। এদিকে গতকালও করদাতাদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কর শিক্ষণ’ অনুষ্ঠান হয়েছে। কর বিষয়ে জানার পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে কুইজ বিজয়ী প্রথম তিনজন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া। উপস্থিত ছিলেন এনবিআর সদস্য জিয়াউদ্দিন মাহমুদ। অন্যদিকে আজ দুপুর ১টায় রাজধানীর অফিসার্স ক্লাবের মেলাপ্রাঙ্গণে কর শিক্ষণ ফোরামে ‘অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে প্রশিক্ষণ কার্যক্রম’ উদ্বোধন করবেন এনবিআর চেয়ারম্যান।

সর্বশেষ খবর