শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

হেমন্তের হালকা শীতে মমতাজের উষ্ণতা

মোস্তফা মতিহার

হেমন্তের হালকা শীতে মমতাজের উষ্ণতা

বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ। গায়কীতেও ফুটিয়ে তুললেন সেই প্রভাব। সন্ধ্যা থেকে বিদেশি শিল্পীদের আধিপত্যে দেশীয় শ্রোতারা বুঁদ হয়ে থাকার পাশাপাশি অপেক্ষা করছিলেন মমতাজের। ৭ শতাধিক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গিনেস রেকর্ড বুকে স্থান পাওয়া বাংলাদেশি এই বাউলশিল্পী যখন মঞ্চে এলেন তখন আনন্দের ঢেউ খেলে গেল আর্মি স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক-শ্রোতার মাঝে। করতালির মধ্য দিয়ে প্রিয় শিল্পীকে বরণ করে নিলেন শ্রোতারা। ঝলমলে আলোর নান্দনিক ডিজাইনের মঞ্চ থেকে তিনি সুরের বৃষ্টি ঝরাচ্ছিলেন আর নাচাচ্ছিলেন সুরপ্রেমীদের। প্রতিটি পরিবেশনা শেষে ‘ফাইট্টা  যায়, আগুনের পোলা, মরার কোকিল, বন্ধু তুই লোকাল বাস, আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন ইত্যাদি গানের অনুরোধে ভক্তরা কাঁপিয়ে তুলছিল ছুটির দিনে সমগ্র স্টেডিয়াম। আমি জন্ম নিয়ে দেখতে পেলাম আমার ঘরে একতারা, ও সোনার মুরশিদরে আমি কি দিয়া ভজিবো তোমারে, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, আমার সোনা বন্ধু রইল বৈদেশেতে, বন্ধু তুই লোকাল বাস, পাঙ্খা পাঙ্খা পাঙ্খা হইল আমার মন’ ইত্যাদি গানের পরিবেশনায় হেমন্তের এই হালকা শীতে উষ্ণতা ছড়িয়ে দেন স্টেডিয়ামভর্তি বাউলভক্তদের মাঝে। মমতাজের সুরের চাদরে আবৃত হয়েই আসরের দ্বিতীয় রাতের পর্দা নামে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর স্বরব্যাঞ্জো ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে দ্বিতীয় রাতের আসরের সূচনা ঘটে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত ফোক-ফিউশন ঘরানার এই ব্যান্ডটি গানের মাধ্যমে মানুষের প্রতিবাদ তুলে ধরে। ‘জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি’, ‘দেখ ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ লোকে সিংহাসনে চড়ে’, ‘শাল বৃক্ষের মতন সিনা টান মেরেছে’, ‘কাইন্দোনা কাইন্দোনা কন্যা, ‘ইন্দুবালা গো’ নিশিতে যাইও ফুলবনে ইত্যাদি গানে গানে অগণিত শ্রোতাকে মাতিয়ে রাখেন ফোকফেস্টে প্রথমবারের মতো গান করতে আসা রাজশাহীর এই ব্যান্ড দলটি। এরপর অ্যারাবিয়ান বসন্তের সুর ঢাকার শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে মঞ্চে আসেন বাহরাইনের প্রগ্রেসিভ ফিউশন ব্যান্ড ‘মাজাজ’। ২০১৩ সালে গঠিত এই ব্যান্ডটি ইন্সট্রুমেন্টাল দিয়ে সংগীতের প্রতি শ্রোতাদের মনোযোগ সৃষ্টি করে গানে গানে ঝড় তোলেন। এ সময় তারা ২০১৭ সালে বিশ্বব্যাপী প্রশংসিত তাদের স্টুডিও রেকর্ড ‘রিহালা’ থেকে পরিবেশন করেন। আজ শেষ হবে তিন রাতের এই লোকসংগীত উৎসব।

সর্বশেষ খবর