মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ময়মনসিংহ অঞ্চলেও নাম্বার ওয়ান

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ অঞ্চলেও নাম্বার ওয়ান

ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে অবস্থিত বুক সেন্টারের সহকারী পরিচালক আজিজুর রহমান বলেন, মাত্র পাঁচ টাকায় বেশি খবর। প্রতিবেদনগুলোও বেশ গ্রহণযোগ্য, গেটআপ, মেকাপও আকর্ষণীয়। সর্বোপরি পত্রিকাটির মার্কেটিং এবং ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে আমাদের রয়েছে চমৎকার সম্পর্ক। এসবের কারণেই ময়মনসিংহ অঞ্চলে এখন নাম্বার ওয়ান বাংলাদেশ প্রতিদিন।

প্রতিদিন এ অঞ্চলে সাড়ে ১১ হাজারেরও      বেশি চাহিদা রয়েছে শীর্ষে থাকা কাগজটির। এমন তথ্য দিয়ে আজিজ আরও বলেন, পত্রিকাটি বেলা ১২টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। তবে ভ্রাম্যমাণ কিছু পাঠকের সুবিধার্থে বিভিন্ন পয়েন্টে হকারদের কাছে অল্প সংখ্যক পত্রিকা থাকে। শেরপুরের নকলা ও নালিতাবাড়ি এবং নেত্রকাণার দূর্গাপুরেও এই বুক সেন্টার থেকে পত্রিকা সরবরাহ করা হয় বলে জানান তিনি। রিপন নামের এক বিক্রয়কর্মী জানান, বাংলাদেশ প্রতিদিন নিয়ে বের হই প্রতিদিনই। তবে ফিরিয়ে আনার রেকর্ড আমার খাতায় নেই। একই সুরে বাবুল নামের অন্য এক বিক্রয়কর্মী জানান, অনেক সময় বাংলাদেশ প্রতিদিন পাঠকরা চাইলেও দিতে পারি না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর