মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

বঙ্গবন্ধু সাফারি পার্কে তিন টিয়া পাখি

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু সাফারি পার্কে  তিন টিয়া পাখি

বঙ্গবন্ধু সাফারি পার্কে ঠাঁই পেয়েছে উদ্ধার হওয়া দুই প্রজাতির তিনটি টিয়া পাখি। র‌্যাবের সহায়তায় রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করা হয় তিনটি বিরল প্রজাতির টোকান ও ইকলেকটাস প্রজাতির টিয়া পাখি।     বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক ও ফরেস্ট রেঞ্জার মোতালেব হোসেন জানান, র‌্যাব-১১ এর সহায়তায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল গত শনিবার ঢাকার উত্তরার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির দুটি টোকান ও ইকলেকটাসসহ তিনটি টিয়া পাখি উদ্ধার করে। এ সময় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য জাহিদুল হাসান (৩২), খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১) ও মাসুদুর রহমানকে (২৯) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ওই পাখি তিনটি রবিবার রাতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বর্তমানে পাখি তিনটিকে পার্কের বিশেষ বেষ্টনীতে (কোরেন্টাইন) রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ফরেস্ট রেঞ্জার রফিকুল ইসলাম জানান, এ পার্কে টিয়া থাকলেও টোকান ছিল না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর