বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের যত হিসাব- নিকাশ

মনোনয়ন পাচ্ছেন বদির স্ত্রী ও রানার বাবা

নিজস্ব প্রতিবেদক

মনোনয়ন পাচ্ছেন বদির স্ত্রী ও রানার বাবা

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিতর্কিত এমপি আবদুর রহমান বদির পরিবর্তে এবার আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন তার প্রথম স্ত্রী শাহীন চৌধুরী। একইভাবে দলীয় নেতাকে খুনের দায়ে কারাবন্দী টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানার পরিবর্তে তার বাবা আতাউর রহমান খানকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন খসড়া তালিকায়     তাদের নাম রাখা হয়েছে। রানার বাবা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০০৮ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের টিকিটে এমপি হন বদি। এরপর ইয়াবা পাচারের হোতা হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকায় তার নাম এলেও ২০১৪ সালে দ্বিতীয় দফা মনোনয়ন পান তিনি। দুর্নীতির এক মামলায় ২০১৬ সালে ক্ষমতাসীন দলের এই এমপিকে তিন বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। ওই মামলা বর্তমানে হাই কোর্টে বিচারাধীন। অন্যদিকে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান রানা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি। ওই মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন। এদিকে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বদি সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে, তার কি কোনো প্রমাণ আছে? তবু কন্ট্রোভার্সি থাকায় অলটারনেটিভ বেছে নিয়েছি। তিনি বলেন, একটি মার্ডারের অভিযোগে রানা জেলে আছে, সার্ভে রিপোর্টে রানা ও বদি অনেক ব্যবধানে এগিয়ে আছে। রানার বাবা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান খান মনোনয়ন পাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর