বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় জুবিলী হোটেল

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় জুবিলী হোটেল

মফস্বল শহরের একটি চায়ের দোকান ও একটি নাটকের পরিকল্পনার বিষয়কে উপজীব্য করে নাটকের দল আরণ্যক মঞ্চায়ন করেছে ব্যতিক্রমী গল্পের নাটক ‘দি জুবলী হোটেল’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

মফস্বলের জুবলী হোটেলে রয়েছে সর্বস্তরের মানুষের যাতায়াত। ‘সুলতানা রাজিয়া’ নামের একটি নাটক মঞ্চায়নের জন্য সেখানে হারু মণ্ডল নামের এক প্রবীণ নির্দেশক তার দলবল নিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং নাটক মঞ্চায়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রায় ২০ বছর হোটেলটিতে মিটিং করেন। কিন্তু সুলতানা রাজিয়া চরিত্রে অভিনয়ের জন্য কোনো অভিনেত্রী খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি নাটকটি মঞ্চে আনতে পারেননি। অন্যদিকে শহরে আসে যাদুর দল ‘ দি ঘোষ   ম্যাজিক পার্টি’। সেই ম্যাজিক পার্টির নৃত্যশিল্পী হেমামালিনীকে দেখে হারু মণ্ডল সুলতানা রাজিয়াতে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় ম্যাজিক পার্টির সঙ্গে পাকা স্ট্যাম্পে চুক্তি। এদিকে জুবলী হোটেলের কর্মী মমতা একটি সুন্দর সাজানো সংসারের স্বপ্ন দেখে। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের ষড়যন্ত্রে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আবার জুবলী হোটেলের নিয়মিত আগন্তুক বাউল মানবধর্মের গান গাওয়াতে ধর্মীয় উগ্রবাদীদের রোষানলে পড়তে হয়। এভাবে নানা রকমের দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকটির কাহিনী। মান্নান হীরা রচিত ও নির্দেশিত ‘জুবলী হোটেল’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সাহা, নিকিতা নন্দিনী, রুবলী চৌধুরী, সাঈদ সুমন, মান্নান হীরা, সুজাত শিমুল, রিয়া চৌধুরী প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় এথিকের নাটক ‘হাঁড়ি ফাটিবে’।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর