শিরোনাম
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
গ্রেফতার আতঙ্ক

আদালতে আসেননি ড. মিলন

চাঁদপুর প্রতিনিধি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরে ২৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন বিদেশে থেকে ফেরত এসে গ্রেফতার আতঙ্কে আদালতে আসতে পারেননি তিনি।

মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে ১টি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু আদালতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনী থাকায় বিকাল পর্যন্ত আদালতে হাজির হননি তিনি। চলমান মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় তিনি জামিনে ছিলেন। কিন্তু দীর্ঘদিন উচ্চশিক্ষার জন্য বিদেশে অবস্থান করার কারণে এসব মামলায়   হাজিরা দিতে পারেননি ড. মিলন। হাজিরা দিতে না পারায় আদালত ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মিলনের পক্ষের আইনজীবী কামরুল ইসলাম ও মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার মিলনের বিরুদ্ধে জিআর ২৪৬/০৯ মামলায় হাজিরার নির্ধারিত তারিখ ছিল। কিন্তু নিরাপত্তা ও গ্রেফতার আতঙ্কে তিনি আদালতে হাজির হতে পারেননি। এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছেও নিম্ন আদালতে হাজিরা দেওয়ার জন্য সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। এদিকে আদালতে ড. মিলন হাজিরা দিতে আসবেন— এমন সংবাদে সকাল ৯টার পর থেকেই আদালতের সব প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা পুলিশকে (ডিবি) সতর্কাবস্থায় দেখা যায়। এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর