বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বি চৌধুরীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল রাত সোয়া ৮টার দিকে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে ঢুকে সোয়া এক ঘণ্টা পর বের হয়ে আসেন। এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানএবং যুগ্ম-সাধারণ সম্পাদক মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে ৩০০ আসনে মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। একই সময়ে গণভবনে যান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন বলে সূত্র জানিয়েছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি। জি এম কাদেরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। বিকল্পধারার কয়েকজন নীতিনির্ধারক জানিয়েছেন, আসন ভাগাভাগি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিকল্পধারার নেতারা বিভিন্ন আসনে তাদের প্রার্থিতা নিয়ে আগ্রহের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এ সময় তাদের বলা হয়েছে, আওয়ামী লীগের প্রার্থী তালিকা তৈরির কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে মহাজোটের শরিকদের আসন নিয়েও যাচাই-বাছাই করা হচ্ছে। আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে এবার তিনটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। বিকল্পধারা ইতিমধ্যে ২৫ জন প্রার্থীর একটি তালিকা তৈরি করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে দলটির দুজন প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন।

২৫ জন প্রার্থী থেকে কমপক্ষে ১৫ জনের মনোনয়ন পেতে দরকষাকষি করছে যুক্তফ্রন্ট।

সর্বশেষ খবর