সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সঠিক সমবায়ে উন্নয়ন হবে দ্রুত : প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

সঠিক সমবায়ে উন্নয়ন হবে দ্রুত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে বক্তব্য দেন —বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গতি আনতে সমবায় বড় ধরনের ভূমিকা রাখতে পারে। সঠিক সমবায়ে উন্নয়ন হবে দ্রুত। তাছাড়া এ খাতে নারীদের কর্মসংস্থানেরও বিরাট সুযোগ রয়েছে। বাসস।

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৭তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে সমবায় বিরাট ভূমিকা রাখতে পারে। সমবায়ের বিরাট সম্ভাবনা রয়েছে। এখানে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। নারীদের কর্মসংস্থানেরও বিরাট সুযোগ রয়েছে। কাজেই যে কোনো কাজ  যখন আমরা করতে চাই, মনে রাখতে হবে সর্বস্তরের মানুষ যেন সেখানে সম্পৃক্ত হতে পারে। তাদের জীবনমান যেন উন্নত হতে পারে। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের নদী-নালা, খাল-বিল রয়েছে, তারপর বিশাল সমুদ্রসীমা আমরা অর্জন করেছি। আমাদের জমি এখনো উর্বর। আমরা এগুলো ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষকে তো খাবার দিতে পারবই, বিশ্বের অনেক দেশকে আমরা খাবার দিতে পারব। সেই সক্ষমতা আমরা অর্জন করতে পারি। সে জন্যই আমি সমবায়কে সবচেয়ে গুরুত্ব দিই। সমবায় সঠিকভাবে করতে পারলে উন্নয়নটা দ্রুত হবে, এই বিশ্বাস আমার আছে। প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের দর্শনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহন করেছিলেন। তিনি স্বাধীনতার পর আমাদের যে সংবিধান উপহার দিয়েছিলেন, সেই সংবিধানের ১৩ অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালার যে কথা তিনি বলেছেন, সেখানে ব্যক্তিমালিকানা খাতের পাশাপাশি সমবায়ের কথা উল্লেখ করেছেন। সমবায়কে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করতেন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় বিরাট ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর