সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

ঠাকুরগাঁওয়ে লড়াই দুই হেভিওয়েটের

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে লড়াই দুই হেভিওয়েটের

আওয়ামী লীগ ও বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীকে ঠাকুরগাঁও-১ আসনে ভোটযুদ্ধে অংশগ্রহণের জন্য চূড়ান্ত করেছে দলের শীর্ষ নেতৃত্ব। হেভিওয়েট প্রার্থীর একজন হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। আর অন্যজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার পর থেকে ঠাকুরগাঁও-১ আসন আওয়ামী লীগের দখলে থাকলেও ২০০১ সালের নির্বাচনে আসনটি তাদের হাতছাড়া হয়। এরপর ২০০৮ থেকে এ আসনটি আবারও আওয়ামী লীগের দখলে চলে আসে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে রমেশ চন্দ্র সেন বিজয়ী হতে মরিয়া। অপরদিকে আসনটি পুনরুদ্ধার করতে চান মির্জা ফখরুল। রমেশ চন্দ্র সেন দাবি করেন, অন্য কোনো সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এলাকায় এত উন্নয়ন কাজ হয়নি। এসব কাজের সুফল এ জেলার মানুষ ভোগ করছে। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। সারা জীবন মানুষের সেবা করেছি, আগামীতেও সেবা করে যেতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুধু ঠাকুরগাঁওয়েই নয়, সারা দেশেই এখন ধানের শীষের জোয়ার বইছে। আমার সংসদীয় আসনে শুধু মুসলিমই নন, বিশালসংখ্যক হিন্দু অধিবাসীও রয়েছেন। সবার সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতেও তারা আমার সঙ্গে ছিলেন। একাদশ জাতীয় নির্বাচনেও তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সব জুলুম অত্যাচারের জবাব দেবে। কারণ, বাংলাদেশে শুধু মুসলিমরাই নন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও এ সরকারের হাতে নিরাপদ নন। তাই তারা এবার সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে ধানের শীষে ভোট দেবে।

সর্বশেষ খবর