সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

ভাগ্য বিড়ম্বনায় শফিক-মাসুক!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভাগ্য বিড়ম্বনায় শফিক-মাসুক!

তাদের অবদান নিয়ে নেতা-কর্মীদের প্রশ্ন নেই, সিলেটের রাজনীতিতে তারা সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাও, কিন্তু তারপরও ‘ভাগ্য বিড়ম্বনায়’ পড়ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এবারও ‘মনোনয়নবঞ্চিত’ হচ্ছেন এ দুই নেতা। সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে নিজেদের প্রার্থীর নাম গতকাল ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে সিলেট-২ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ দুই আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারও এ দুটি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। এদিকে এলাকায় দলকে সংগঠিত করা, নেতা-কর্মীদের চাঙ্গা রাখার ক্ষেত্রে মাসুক উদ্দিন আহমদের ভূমিকা ছিল প্রশংসনীয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ছিলেন মাসুক উদ্দিন আহমদ। এ লক্ষ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যে শিকে ছিঁড়েনি। এ নিয়ে মাসুকের অনুসারীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এ আসনে এবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। যখন দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে আওয়ামী লীগ, তখনও আশায় ছিলেন মাসুক উদ্দিন। এ বিষয়ে মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘সিলেট-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী চান নেতা-কর্মীরা। এবার এ আসনে ২০-দলীয় জোট থেকে জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি প্রার্থী হলে আল বদর বাহিনীর কমান্ডারের সঙ্গে মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রতিদ্বন্দ্বিতা হতো এবং মানুষ মুক্তিযুদ্ধের পক্ষেই তাদের রায় দিত।

সর্বশেষ খবর