সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

চট্টগ্রামের ১৬ আসন ঘিরে আলোচনায় নতুন ভোটার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসন ঘিরে আলোচনায় আসছেন নতুন ভোটাররা। প্রত্যেক দলীয় প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবেন ১৬ আসনের এক লাখ ৬৩ হাজার নতুন ভোটার। দলীয় প্রার্থীদের যেমন নতুন ও তরুণ ভোটারের দিকে নজর বেশি, ঠিক তেমনি এসব ভোটারও তাদের নিয়ে দলীয় ইশতেহারে কী ভাবছে এসব পয়েন্ট সামনে রেখে নানাবিধ চিন্তা-ভাবনায় এবার যোগ্য প্রার্থীদের ভোট দেবেন তারা।

এই নির্বাচনেই নতুন ভোটাররা দেবেন জীবনের প্রথম ভোট। এসব নতুন ভোটারকে পাশে পেতে রাজনৈতিক দলগুলো নানা কৌশল নিলেও ভোটারদের নজর ইশতেহারে। কোন রাজনৈতিক দল তরুণদের জন্য কী ভাবছে, অতীতে দেশের উন্নয়নে কোন দলের ভূমিকা কী ছিল, আগামী বছরগুলোতে দেশকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে কোন দলের ভিশন কেমন, কোন দলের চিন্তা কতটা বাস্তবসম্মত- ইশতেহারে এ চারটি বিষয় পর্যবেক্ষণ করেই আসন্ন নির্বাচনে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নতুন ভোটাররা। তাদের ধারণা, এবারের নির্বাচন হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এজন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন নতুন ভোটাররাও। সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহের আহমেদ বলেন, এবার জীবনে প্রথমবারের মতো ভোট দেব। দেশের প্রতিটি রাজনৈতিক দল কী করছে, কারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, সাধারণ মানুষ কীভাবে শান্তিতে থাকতে পারবেন সবকিছু বিবেচনায় আনা হবে। একই কথা বললেন চট্টগ্রামের ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসানুল হক আবিদও।

সর্বশেষ খবর