সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
‘গায়েবি’ মামলা অনুসন্ধান

কমিটি চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির তিন আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া ‘গায়েবি’ মামলার বিষয়ে স্বাধীন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) এ আদেশ দেয়। এর মধ্য দিয়ে হাই কোর্টে রিট আবেদন খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হলো। ২৩ সেপ্টেম্বর বিএনপির তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়া ওই রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৯ অক্টোবর হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রুল দিয়ে ঢাকা মহানগর এলাকায় আবেদনকারীসহ অন্যদের বিরুদ্ধে হওয়া কথিত ‘গায়েবি’ মামলাগুলো তদারকি ও অনুসন্ধানে পদক্ষেপ নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করে বেঞ্চের অপর বিচারপতি মো. আশরাফুল কামাল রিটটি খারিজ করে দেন। পরে বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য এই বেঞ্চে আসে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে খান উজ্জ্বল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর