শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

দিনদুপুরে বহু মানুষের সামনে যশোর শহরের বড়বাজার এলাকায় দুর্বৃত্তরা পাপ্পু (২১) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পাপ্পুর বড়ভাই দীপু (২৪)। গতকাল বেলা ১১টার দিকে শহরের বড়বাজারের মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পাপ্পু ও দীপু যশোর শহরের খালধার রোড এলাকার জিল্লুর রহমানের ছেলে। স্থানীয় লোকজন জানান, পাপ্পু ও দীপু বড়বাজার এলাকায় মোবাইল ফোন রিচার্জের ব্যবসা করতেন। সকালে তাদের সঙ্গে শহরের খালধার রোড এলাকার হবির ছেলে অপুর কথা কাটাকাটি হয়। অপুর বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পরে অপুর নেতৃত্বে কয়েকজন দীপুর দোকানে গিয়ে দীপুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। খবর পেয়ে পাপ্পু সেখানে গেলে সন্ত্রাসীরা পাপ্পুকে ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ-পাশে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অপারেশন থিয়েটারে নেওয়ার সময় মারা যান পাপ্পু।

পাপ্পুর দাদি সুফিয়া খাতুন বলেন, বড়ভাইকে সন্ত্রাসীরা মারধর করছে-এমন খবর পেয়ে পাপ্পু সেখানে যায়। এরপর শুনি পাপ্পুকে খুন করে ফেলেছে সন্ত্রাসীরা। যশোর জেনারেল হাসপাতালে সার্জারি চিকিৎসক আবদুর রহিম মোড়ল বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে পাপ্পুর মৃত্যু হয়েছে। আহত দীপুর শরীর থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, পাপ্পু ও দীপুর সঙ্গে স্থানীয় কয়েকজনের শত্রুতা ছিল। পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে পেরেছে। তাদের আটক করতে অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ খবর