শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

মনোনয়নপত্র দাখিল করতে পারেননি লতিফ নেজামী

নিজস্ব প্রতিবেদক

সময় নিয়ে সৃষ্ট জটিলতায় নরসিংদী-৩ আসনে  মনোনয়নপত্র দাখিল করতে পারেননি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। তিনি অভিযোগ করেন, তার লোকজন নির্ধারিত সময় পাঁচটার আগেই মনোনয়নপত্র নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যান। কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫টা ২ মিনিট বেজে গেছে বলে দাবি করে মাওলানা নেজামীর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত নরসিংদী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ পেশ করেন। ৩৯ জনের মনোনয়নপত্র পেশ : ইসলামী ঐক্যজোটের ৩৯ জন মনোনয়নপ্রত্যাশী জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর স্ব-স্ব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মাওলানা যোবায়ের আহমদ- গাইবান্ধা-২, মাওলানা নজরুল ইসলাম বগুড়া-৫, মুফতি আরিফ বিল্লাহ ঝিনাইদহ-২, মাওলানা  শহিদুল ইসলাম ইনসাফী যশোর-২, মাওলানা মাহবুবুর রহমান-নড়াইল-২, রফিকুল ইসলাম বরগুনা-১, মাওলানা আবদুর রহমান (শাহআলম) পটুয়াখালী-১, ও ৪, মুফতি মুহাম্মদ তৈয়্যব হোসাইন ময়মনসিংহ-২, অধ্যাপক এহতেশাম সারোয়ার নেত্রকোনা-৩, মুফতি নুরুল আলম মুন্সীগঞ্জ-৩, মাওলানা আজহারুল হক ঢাকা-২, মুফতি আবদুল কাইয়ূম ঢাকা-৫, মুফতি এ এন এম জিয়াউল হক মজুমদার, ঢাকা-৮, মুফতি মাহবুবুর রহমান ঢাকা-১৫, আলী নুর রহমান খান সাজু ঢাকা-১৯, মাওলানা মো. ইসহাক নরসিংদী-১, খন্দকার মাজহারুল ইসলাম নারায়ণগঞ্জ-৩, কা হা মো. মাহহী হাসান শরীয়তপুর-১, কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ সুনামগঞ্জ-৩, মুফতি ফয়জুল হক জালালাবাদী সিলেট-১, আলহাজ এম এ মতিন চৌধুরী সিলেট-৫, মাওলানা আসলাম রহমানী  মৌলভী বাজার-২, মাওলানা আবু ছালেহ হবিগঞ্জ-১, মাওলানা আতাউর রহমান হবিগঞ্জ-৩, মাওলানা এ কে এম আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়া-১, মাওলানা আলতাফ হোসেন কুমিল্লা-১, মাওলানা বিন ইয়ামিন কুমিল্লা-৪,  শাহ আলম কুমিল্লা-৫, ডা. মো. মনির হোসেন চৌধুরী চাঁদপুর-২, আলমগীর মজুমদার ফেনী-১, মোশাররফ হোসেন নোয়াখালী-১, মাওলানা মঈনুদ্দিন রুহী চট্টগ্রাম-৫, মো. দুলাল খান চট্টগ্রাম-৯, তাজুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১১, মাওলানা রবিউল হোসাইন কক্সবাজার-৪ ও    বাবুল হোসেন বান্দরবান।

সর্বশেষ খবর