শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শরীয়তপুরে আগুনে পুড়ে দুই দোকান কর্মচারীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আগুনে পুড়ে দুই দোকান কর্মচারীর মৃত্যু

শরীয়তপুর শহরের পালং বাজারে গতকাল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে —বাংলাদেশ প্রতিদিন

শরীয়তপুরে আগুনে পুড়ে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। শরীয়তপুর শহরের পালং বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়, মিষ্টি, সোনার দোকান ও বসতবাড়িসহ অন্তত ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে।

পুলিশ, পালং বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ভোররাত ৪টার দিকে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান বাজার পাহারাদাররা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ডামুড্যা, গোসাইরহাট ও মাদারীপুর থেকে আরও তিনটি ইউনিট এর সঙ্গে যোগ দেয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যে বাজারের দুটি কাপড়ের দোকান, সোনার দোকান, পাইকারি মুদি দোকান, চারটি বসতবাড়িসহ অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাজারের ব্যবসায়ীরা। এ সময় একটি মিষ্টির দোকানে আটকা পড়ায় আগুনে পুড়ে দুজন মারা যান। তারা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের সুখচাঁদ বৈরাগীর ছেলে পলাশ বৈরাগী (২৫) ও রবি সরকারের ছে?লে বিশ্বজিৎ সরকার (২০)। সকালে পুলিশ লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর